কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার   ৩১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৭ ১৪৩১ :

কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাঠানো হয়েছে। এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পেয়েছে চ্যানেল 24। এ বিষয়ে যুদ্ধে গিয়ে আহত প্রবাসী আরমান মন্ডল রাশিয়ার সেন্ট পিটারসবার্গের হাসপাতাল থেকে চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেছেন।

Advertisement

আরমান মণ্ড বলেন, রাশিয়াতে এনে দালাল আমাদের ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। পরে আমাদের যুদ্ধে পাঠানো হয়। তবে যুদ্ধে যাওয়ার আগে আমাদের ২০ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে যুদ্ধে গেলে ল্যান্ডমাইনের আঘাত লাগে। এছাড়া ইউক্রেনের ড্রোন থেকে গুলি করা হলে একটি গুলি আমার পায়ে লাগে।

Advertisement

আরমান মন্ডল ড্রিম ট্রাভেলসের মাধ্যমে রাশিয়াতে কাজের জন্য যায় বলে জানান। বাবুর্চি হিসেবে কাজের আশ্বাস দিয়ে তাদেরকে রাশিয়াতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্টাম্পও করা হয়। কিন্তু পরবর্তীতে তাদের বিক্রি করে দেয়া হয়।