বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে সরব মমতা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি,শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১১ ১৪৩১ :

বাংলাদেশ-ভারত সীমান্তে কয়েকদিন ধরে অস্থিরতার মধ্যেই সম্প্রতি ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। দুই দেশের নাগরিকদের মধ্যে সেখানে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হন। মূলত আইন না মেনে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে তাতে বাধা দিচ্ছে বিজিবি। এ নিয়েই বারবার সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্ত নিয়ে সরব হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গতকাল মঙ্গলবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শান্তি রক্ষায় দায়িত্ব নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। পাশাপাশি কারও প্ররোচনায় যাতে মুর্শিদাবাদের লোকেরা পা না দেয়, সে জন্যও সতর্ক করেছেন তিনি।

সোমবার মুর্শিদাবাদে মমতা বলেন, ‘মুর্শিদাবাদের ওপারে সীমান্ত রয়েছে। সেই সীমান্ত বিএসএফ দেখুক। আমাদের ওপর অত্যাচার হলে আমরা দেখব। দয়া করে কারও প্ররোচনায় পা দিয়ে ওদিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হলো, দাঙ্গা লাগিয়ে, দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে সরে পড়া। আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক, যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। আমি স্থানীয় পুলিশকে বলব, তারা যেন মাইকিং করে সবাইকে ফিরে আসতে বলেন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’

Advertisement

গত ১৮ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের ওপর চড়াও হয় এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

এ ঘটনার পর বাংলাদেশ সীমান্তের অন্য পাশে ভারতীয় অংশে মালদার সুকদেবপুরে এখনো পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। গ্রামবাসীদের সীমান্তের দিকে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টানা টহল দিয়ে চলেছেন সীমান্ত এলাকায়।

Advertisement

মূলত বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা দেখা গেছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সীমান্তের একাধিক জায়গায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ। এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। তবে বিজিবির পাশাপাশি বাংলাদেশিদের কঠোর অবস্থানের কারণে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ।