ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বাংলাদেশ প্রতিনিধি,শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ || মাঘ ১১ ১৪৩১ :
তাপমাত্রার পারদ কমে আবারও জেঁকে বসেছে শীত। সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকছে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট। যদিও দিনে বেলা করে হলেও কোথাও কোথাও গগণ চিরে উঁকি দিচ্ছে সূর্য। তবে সূর্যের মৃদু তেজ শীত নিবারণে তেমন কাজে আসছে না। এই অবস্থায় আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সেই সঙ্গে বিস্তার লাভ করতে পারে শৈত্যপ্রবাহ।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগের মতোই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দাপটে থাকবে কুয়াশা। এছাড়া দিনাজপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় বিস্তার লাভ করতে পারে।
Advertisement
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
Advertisement
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। আর এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সোম ও মঙ্গলবার (২৭-২৮ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।