ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),দোহার প্রতিনিধি,শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ || মাঘ ১০ ১৪৩১ :
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ছেলে শায়ান ফজলুর রহমান, ভাই এ এস এফ রহমানের নামে থাকা এক হাজার ৯৬৭ শতাংশ বা ৫৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব স্থাবর সম্পদের বাজার মূল্য ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা।
Advertisement
ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত গত ১৩ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।
তিনি বলেন, “গত ১৩ জানুয়ারি এসব স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে।”
Advertisement
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করে সিআইডি। আদালত শুনানি নিয়ে এসব সম্পদ ক্রোকের আদেশ দেন।
এসব সম্পদের মধ্যে অন্তত ৬০টি সম্পদ শায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত। সালমান এফ রহমান ও তার ছেলের নামে থাকা যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো দোহার এলাকায় অবস্থিত।
Advertisement