সাইফ আলী খান, রনিত রায়
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার ২২ জানুয়ারি ২০২৫ || মাঘ ৮ ১৪৩১ :
Advertisement
এ প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতা রনিত রায়ের ‘এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’ নামে সিকিউরিটি ফার্ম রয়েছে। হামলার শিকার হওয়ার পর বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পর্দার চতুর উকিল রনিত রায়কে। গতকাল বিকালে হাসপাতাল থেকে বান্দ্রার বাসায় ফেরার পর সেখানে গিয়েছিলেন রনিত রায়। তবে কী ধরনের নিরাপত্তার আয়োজন করেছেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেতা।
গতকাল ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে রনিত রায় বলেন, “আমরা অলরেডি সাইফের সঙ্গে রয়েছি, সে এখন ভালো আছে এবং ফিরে এসেছে।”
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের বেশ কজন বড় বড় তারকার বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছে রনিত রায়ের সিকিউরিটি এজেন্সি। এবার সাইফ আলী খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন তিনি। এরই মধ্যে সাইফের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই অভিনেতা।
Advertisement
চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রনিত রায়। তারপর ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ মেগা সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। তা ছাড়া ভারতের সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’-এর সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কে. ডি. পাঠকের চরিত্র রূপায়ন করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন রনিত। অভিনয়ের পাশাপাশি সিকিউরিটি এজেন্সির ব্যবসা রয়েছে তার।