চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, এখনো গ্রেপ্তার হয়নি কেউ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সুনামগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১ :

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসের ড্রাইভার, হেল্পারসহ অজ্ঞাত তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। দিরাই থানায় এই মামলা দায়ের করেন ওই কলেজ ছাত্রীর বাবা। এ ঘটনার পর বাস আটক হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ।

Advertisement

শনিবার সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপাররা। এ সময় ওই কলেজছাত্রী গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আসামিদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, সিলেটে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই ছাত্রী। শনিবার দিরাই ফেরার সময় বাসে ওই ছাত্রী একা হয়ে পরলে চালকের সহকারী তার শ্লীলতাহানির চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে নামেন। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। খবর পেয়ে বাসটি আটক করলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ।

Advertisement

ওই ছাত্রীর চাচা বলেন, দিরাই পৌর শহরে তাদের বাড়ি। তার ভাতিজি একাদশ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর বড় বোনের বিয়ে হয়েছে সিলেটে। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। গতকাল দুপুরে সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী। ওই ছাত্রীর বরাত দিয়ে তার চাচা আরো বলেন, বাসটি পথে যাত্রী ওঠানামা করে করে আসছিল। একপর্যায়ে বাসটিতে তার ভাতিজি একা হয়ে পড়ে।

সুযোগ পেয়ে বাসের চালকের সহকারী মেয়েটির সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এক ফাঁকে মেয়েটি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে রাস্তায় পেয়ে সেখান থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পরে পরিবারের লোকজন সেখানে যান। মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে রাতেই সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত ছাত্রী এখন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

এ ঘটনার প্রতিবাদে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে জেলা নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির ব্যানারে দিরাই পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধনে এই দাবি করা হয়। আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধ