রিসোর্টে জোর করে বিয়ে দেয়ায় সমালোচনার ঝড় (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেটে রিসোর্ট প্রতিনিধি,মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১ :

সিলেটে রিসোর্টে ঘুরতে যাওয়া ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ের ঘটনায় বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, পুলিশসহ প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয়ায় ঘটেছে এমন ঘটনা।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক রিসোর্টে বেড়াতে আসেন ১৬ তরুণ-তরুণি। সেখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে, এমন অভিযোগে তাদের আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে কাজি ডেকে ৮ তরুণ-তরূণীকে বিয়ে দিয়ে দেন তারা। শুধু তাই নয়, রিসোর্টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

তবে রিসোর্ট মালিক হেলাল উদ্দিনের অভিযোগ, চাঁদা না দেয়ায় এ ঘটনা।

Advertisement

আর পুলিশের জিম্মায় না দিয়ে এমন বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছিলাম রিসোর্টে ভাঙচুর হচ্ছে, আগুন লেগেছে। সেই সংবাদে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। রিসোর্টটি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement

ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০০৪ সালে প্রতিষ্ঠিত রিজেন্ট পার্ক রিসোর্টটি।

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)