ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পশ্চিমবঙ্গ প্রতিনিধি,রোববার ১৯ জানুয়ারি ২০২৫ || মাঘ ৫ ১৪৩১ :
পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় গঙ্গায় ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। স্থানীয় ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি।
Advertisement
সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই সংগ্রহ করে দেশে ফিরছিল জাহাজটি। ফেরার পথেই গঙ্গায় দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে জাহাজটিকে গঙ্গা থেকে তোলার কাজ শুরু হয়েছে।
জাহাজের কর্মীরা জানিয়েছেন, হঠাৎ জাহাজের তলায় বড় শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। একদিকে কাত হয়ে পড়ে জাহাজটি। ক্রমে চালকের কেবিনটুকু বাদ দিয়ে গোটা জাহাজটিই ডুবে যায়।
Advertisement
বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটি পানি থেকে তোলার প্রক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটার সময় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। প্রতিদিন একটু একটু করে ওই জাহাজ থেকে ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এজন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।
Advertisement
শ্রমিকরা জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও অন্তত সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর মেরামত শেষে জাহাজ বাংলাদেশে ফেরত যাবে।