ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শীর্ষ নারী উদ্যোক্তা প্রতিনিধি,রোববার ১৯ জানুয়ারি ২০২৫ || মাঘ ৫ ১৪৩১ :
স্বামীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগী পোস্ট দিচ্ছেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। কিন্তু আপনি কি জানেন, স্বামীকে বাঁচাতে তনি কী করেছিলেন?
Advertisement
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।
বয়সে ৩৮ বছরের বড় শাহাদাৎ হোসাইনকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নেটিজেনদের সমালোচনা ও ট্রলের শিকার হন তনি। তবে অনেকেই জানেন না তার জীবনের চড়াই-উতড়াইয়ের কথা!
গত বছর অক্টোবরের শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহাদাৎ। প্রথমে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে সময় নষ্ট না করে তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান।
ব্যাংককের চিকিৎসা ব্যয়বহুল। এ চিকিৎসা খরচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তনি। তাই তিনি কী করেন জানেন?
নিজের ৭০ ভরি গয়না বিক্রি করে দেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের সে সব গয়না বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে একাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের হাসপাতালে পৌঁছান।
স্বামীকে আইসিইউতে ভর্তি করে তার পাশে থাকেন। ওই দুঃসময়ের দিনে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড লাইভ করে বিজনেসও সচল রাখতে হয় তাকে। স্বামীর চিকিৎসা, ব্যবসা আর দুই সন্তান সামলাতে গিয়ে দীর্ঘ দুমাস তনি ঢাকা, ব্যাংকক এ দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন। তারপরও বাঁচাতে পারেননি ভালোবাসার মানুষকে।
বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তনির স্বামী শাহাদাৎ। স্বামীর কথা মনে করে আবেগী তনি একাধিক স্ট্যাটাস শেয়ার করছেন তার ফেসবুকে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তনি আফসোস করে লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ এর কিছুক্ষণ পরেই তনি আরেকটি পোস্টে করেন। লেখেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) মন খারাপ করে তনি লেখেন, সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলা!
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই নাসিমুন নাহার নামের পেজ থেকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তনি। সে স্ট্যাটাসে উঠে আসে তনির সংগ্রামী জীবনের কথা। পেজটি শেয়ার করে ক্যাপশনে তনি কিছুই লেখেননি। বরং দুটি কৃতজ্ঞতার ইমোজি জুড়ে দেন।
Advertisement
বয়সে বড় হলেও শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেন তনি। জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদাতের কাছ থেকে তনি পেয়েছেন শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। তাই অসম বয়সের সম্পর্কে ট্রলের শিকার হলেও তাতে কান দেন না তনি। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’ সফলভাবে চালিয়ে যাচ্ছেন দেশের শীর্ষ এ নারী উদ্যোক্তা।
স্বামীর শেষ সময়ে তার পাশেই ছিলেন তনি। ছবি: সংগৃহীত