ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ প্রতিনিধি, শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ || মাঘ ৪ ১৪৩১ :
চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।
Advertisement
স্থানীয়রা জানায়, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেয়ার চেষ্টা করে।
Advertisement
এ ঘটনায় বিকেল ৪ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
Advertisement
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় নাগরিক এবং বিএসএফ তাদের দোষ স্বীকার করেছে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়