থানা থেকে পালালেন গ্রেপ্তার সাবেক ওসি শাহ আলম (ভিডিও)

SHARE

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),উত্তরা পূর্ব থানা প্রতিনিধি,শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১ :

বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম থানা থেকে পালিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে তোলার কথা ছিল। তার আগে দুপুর ১২টার সময় পূর্ব থানা থেকে শাহ আলম পালিয়ে যান।

Advertisement

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহ আলমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, থানা থেকে শাহ আলম পালানোর ঘটনায় একজন এসআই-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় তার দায়িত্বে অবহেলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।