আলোচনায় ছিল যেসব ওয়েব সিরিজ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ  ২১ ১৪৩১ :

চলতি বছর রাজনৈতিক অস্থিরতায় সিনেমা হলের মতোই ভুগেছে ওটিটি প্ল্যাটফর্ম। মাস দুয়েক একেবারেই স্থবির ছিল শোবিজ অঙ্গন। সব মিলিয়ে, ২০২৪ সালে ওটিটিতে ৩৩টি কনটেন্ট প্রচারিত হয়েছে। এর মধ্যে সিরিজ ছিল ১৪টি।

Advertisement

ফিরে দেখা যাক এ বছর বাজিমাত করেছে যেসব ওয়েব সিরিজ—

গোলাম মামুন
ঈদুল আজহায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছিল ‌‘গোলাম মামুন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের গল্প এগিয়ে যায় গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে। তার বিরুদ্ধে নিজের অফিসের সহকর্মী ও স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে! বলা যায়, পুরো বিভাগই তার বিপক্ষে। এই পরিস্থিতিতে গোলাম মামুন কি পারবেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করতে? এমন গল্প নিয়েই সিরিজটি নির্মিত। নামভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যান্য চরিত্রে রয়েছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন প্রমুখ। মুক্তির পর বেশ প্রশংসা পায় সিরিজটি, যা মূলত তানিম রহমান অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’র স্পিন-অফ।

আধুনিক বাংলা হোটেল
গত অক্টোবরে হ্যালোউইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘আধুনিক বাংলা হোটেল’। অ্যান্থোলজি এ সিরিজের গল্পগুলো হরর-ফ্যান্টাসি জনরার। সব পর্বে মোশাররফ করিমের উপস্থিতি পর্বগুলোকে আরও আকর্ষণীয় করেছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘কখনও ভয়ের সহযোগী, কখনও ভয়ের শিকার, আবার কখনও ভয় সৃষ্টির কারণ—এই তিন রূপে অভিনেতা মোশাররফ করিমকে পাওয়া সাধারণ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।’ এতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু,
এ কে আজাদ সেতু, নিদ্রা নেহা প্রমুখ। শরীফুল হাসানের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন কাজী আসাদ।

Advertisement

কালপুরুষ লুকে অভিনয়শিল্পীরাকালপুরুষ লুকে অভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কালপুরুষ
এটি নির্মাতা সালজার রহমানের ওটিটিতে প্রথম কাজ। রাতের বেলা ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত ফারিয়ার খুনি কে? সেটা খুঁজে বের করাকে উপজীব্য করেই এর গল্প এগিয়েছে। মিস্ট্রি ও সাই-ফাই ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, এফ এস নাঈমসহ অনেকে। গত ২৩ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এটি।

আরারাত
চলতি বছর ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পায় এটি। ভিকি জাহেদ নির্মিত এ ওয়েব সিরিজে উঠে এসেছে সম্পর্কের অন্ধকার পর্ব। দেখা যায়, বিবাহিত দম্পতির মধ্যে ঝগড়া হয় হুট করে, অনেক বছরের চেনা মানুষটা তখন অচেনা হতে থাকে এবং সেটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে—এই বিষয়কে ঘিরেই এগিয়েছে গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মেহজাবীন চৌধুরী, রোজী সিদ্দিকী, বিজরী বরকতউল্লাহ, আজিজুল হাকিম প্রমুখ।

Advertisement

চক্র
প্রায় ১৭ বছর আগের ঘটনা। ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছিল। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে ‘চক্র’ সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। নেটদুনিয়ায় তখন তা নিয়ে সিনেপ্রেমীদের প্রশংসার ফুলঝুরি দেখা গিয়েছিল। এতে মুখ্য চরিত্রে জুটি বাঁধেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

বিভিন্ন ওয়েব সিরিজের দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত