সংস্কার শেষে নির্বাচন দিয়ে নিজ জায়গায় ফিরে যান: জামায়াতের আমির (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাটোর প্রতিনিধি,শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১ :

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লে‌ছেন, “প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে নিজ নিজ জায়গায় ফিরে যান। জনগণের আমানতকে শ্বশুরবাড়ি নিয়ামত ভাববেন না।”

Advertisement

তিনি বলেন, “স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা।”

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

Advertisement

শ‌ফিকুর রহমান বলেন, “এতো মানুষ জীবন দিয়েছে কেন? কারণ তারা চেয়েছেন বৈষম্যহীন সমাজ। শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিলেন। সব শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিলেন।”

“আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য, যারা দেশের মাটিকে আমানত মনে করে।  আমরা চাই অতিদ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা (আন্তর্বর্তীকালীন সরকার) সেই দিকেই যাবে” বলেন তিনি।

Advertisement

“আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য, যারা দেশের মাটিকে আমানত মনে করে।  আমরা চাই অতিদ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা (আন্তর্বর্তীকালীন সরকার) সেই দিকেই যাবে” বলেন তিনি।

নাটোরের নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান