ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ || পৌষ ১২ ১৪৩১ :
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। এজলাসে তোলার সময় সোলায়মান সেলিম বলেন, ‘‘শেখ হাসিনা আবারও ফিরে আসবে, দেশের অবস্থা ভালো না।”
Advertisement
তিনি বলেন, “দু’বেলা সরকারি ভাত খায়, কিন্তু দেশের মানুষ দু’বেলা ভাত পায় না।”
এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, ‘‘আমার মুখ যতই চাপায়া রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।”
এর আগে এদিন দুপুর ২ টা ৩৫ মিনিটের দিকে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে চতুর্থ তলায় ওঠানোর চেষ্টা করেন। তখন কামরুল ইসলাম দাঁড়িয়ে যান। বলেন, ‘‘হাঁটতে পারব না। চার তলায় উঠতে পারব না। লিফট আছে না। লিফটে ওঠায় দেন।”
Advertisement
পরে তাদের লিফটে নেওয়া হয়। তবে সোলায়মান সেলিম লিফটে উঠতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন। এ সময় সোলায়মান সেলিম এসব কথা বলেন।
পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, “চার দিনের রিমান্ডে ছিল। পুলিশ প্রতিবেদনে তিনি যে সম্পৃক্ত এমন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনো পদে ছিলেন না।”
পরে কামরুল ইসলামের পক্ষে শুনানি করার জন্য ডাকা হয়। তবে কামরুল ইসলাম আইনজীবীকে শুনানি করতে দেননি।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে।”
Advertisement
পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।