ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),স্বাস্থ্য প্রতিনিধি,সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ || পৌষ ৮ ১৪৩১ :
ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
Advertisement
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১টায় শাহবাগ মোড় অবরোধ করে পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিকেল ৪টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
আন্দোলনরত চিকিৎসক আবু সাঈদ বলেন, আমরা দীর্ঘ সময় যাবৎ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করে আসছি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যেহেতু এখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আছে, আমরা আশা করব কোনো ধরনের সময়ক্ষেপণ না করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আজ কোনো প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউই ঘরে ফিরে যাব না।
Advertisement
ডা. সাবিনা নাহার জানান, বর্তমানে আমরা যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তাররা রয়েছে তারা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ভাতা পেয়ে থাকেন কিন্তু আমরা ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব।
ঢাকা মেডিকেলের আরেক পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক হাসান জামিল জানান, আমরা এর আগেও আন্দোলন করেছি, তখন আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। যে ভাতা পাই তাতে কোনোভাবেই চলা সম্ভব না। তাও আবার ছয় মাস অন্তর অন্তর আমাদের ভাতা দেওয়া হয়। এ ছাড়া বাইরে কোনো মেডিকেলে আমাদেরকে চেম্বার করতে দেওয়া হয় না। যার ফলে আমরা একেবারে মানবেতর জীবনযাপন করছি।
Advertisement
তিনি আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা যেভাবে সেবা দেয় আমরাও সেরকম সেবা দিয়ে থাকি কিন্তু আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাই আমরা চাচ্ছি আমাদের ভাতা ৫০ হাজার টাকা করা হোক।
ছবি সংগৃহীত