বিলের ধারে পড়ে ছিল আনারুলের রক্তাক্ত মরদেহ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি .শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১ :

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলের ধার থেকে চোখ উপড়ে ফেলা অবস্থায় আনারুল ইসলাম নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনারুল নাটোর সদর উপজেলার পারহালসা এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে ও পেশায় অটোরিকশার চালক।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হালতির বিলের সাবমারসিবল রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা বিলের রাস্তার ধারে আনারুলের চোখ উপড়ে ফেলা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সেই সঙ্গে রাজশাহী থেকে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আনারুলের পরিচয় শনাক্ত করা হয়।

Advertisement

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের শরীরে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)