কাকরাইল ও ঢাকা মেডিকেল এলাকায় নিরাপত্তা জোরদার (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১ :

গাজীপুরের টঙ্গীতে বুধবার (১৮ ডিসেম্বর) ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাজধানীর কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব। এছাড়া, টঙ্গীতে সংঘর্ষস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

Advertisement

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, “কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।”

Advertisement

র‍্যাব-৩ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেছেন, “টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পুলিশ ও র‍্যাবের সদস্যরা