বিপন্নপ্রায় হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করল ‘ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম’ (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রংপুরের পীরগাছা প্রতিনিধি,রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১ :

রংপুরে একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে গাছে আটকে থাকা অবস্থায় বিশাল আকৃতির এই শিকারি পাখিটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শকুনটি আটকা পড়ে।

Advertisement

মূলত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পরিযায়ী পাখি পরিযাণ করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয়ী গৃধিনী। প্রতি বছর শীতকালে এই শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে।


শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকার লোকালয়ে পড়ে। দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে। এমনি বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে। পরে নজরে আসে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ টিমের। তারা উদ্ধার করে পরদিন নিয়ে আসেন রংপুর নগরীর কারমাইকেল কলেজ মাঠে। পরে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।

Advertisement


ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের রংপুরের পীরগাছা উপজেলার সদস্য নূর হাসান নাহিদ ও মাহমুদুল হাসান সোহেল বলেন, আমরা প্রথমে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে। এরপর তারা কি করবে বুঝে উঠতে না পারায় আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করি।
ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন, হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হবে।

Advertisement


প্রসঙ্গত, বিশালদেহী শকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। প্রতি শীতে প্রায় ১০০টি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায়। ২০১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে।
রংপুরে বিপন্নপ্রায় হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)