ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২৩ ১৪৩১ :
বিদ্রোহীরা রাজধানীর কাছাকাছি উপস্থিত হওয়ার খবরে ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এরইমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন দখলে নেওয়ার দাবি করেছেন তারা।
Advertisement
রোববার (৮ ডিসেম্বর) সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছাড়ার পরই বিমান বন্দর থেকে সরে যায় সরকারি সেনারা।
এর আগে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে রাষ্ট্রীয় গণমাধ্যমের অফিস দখলের জন্য অগ্রসর হচ্ছে। আসাদের বিরুদ্ধে বিজয় ঘোষণা সম্প্রচারের জন্য রেডিও এবং টেলিভিশন ভবনের নিয়ন্ত্রণ দখল করতে যাচ্ছে।
Advertisement
এছাড়া, দামেস্কের ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারের ফটক ভেঙে হাজার হাজার কয়েদিকে ছেড়ে দেন বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষ থেকে সেদনায়ার কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে থেকেই বিদ্রোহীরা রাজধানীতে ঢুকতে শুরু করেছে বলে খবর আসতে থাকে। সে সময় রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর উপস্থিতিও দেখা যায়নি।
বিদ্রোহীরা জানান, তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছেন। সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদেরকে।