https://youtu.be/5w-tBB-qxDk?si=Mz7hw6GwGO30k_3t
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২২ ১৪৩১ :
Advertisement
কয়েক দিন আগে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ইচ্ছেরা’ শিরোনামের গানটি। ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা’— এমন কথার গানটি রচনা করেছেন বূদ্ধাদিত্য মুখার্জি ও শাদাব আখতার। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এই গানে আসিফের সঙ্গে গেয়েছেন ভারতের নিকিতা গান্ধী। এতে মডেল হয়েছেন ফারজানা সিঁথি; তার বিপরীতে মডেল হয়েছেন গায়ক শেখ সাদি।
Advertisement
মডেল সিঁথিকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। রাকিব নামে একজন লেখেন, “ফারজানা সিঁথী ২৪-এর গণ-অভ্যুত্থানের একজন সৈনিক। ভালোবাসা অবিরাম আপু।” সাজেদুল ইসলাম লেখেন, “ শুধু ফারজানা সিঁথির জন্য দেখতে আসলাম, ভালো হয়েছে।” অনেকেই আসিফের গায়কির প্রশংসা করছেন। একজন লেখেন, “গানটার মধ্যে পুরোনো আসিফের একটা ফ্লেভার পাচ্ছি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
এর আগে ফারজানা সিঁথিকে মডেল বানানোর কারণ ব্যাখ্যা করেন আসিফ আকবর। তার ভাষায়— “আমার টার্গেট হচ্ছে, আমাদের যে বিপ্লব, সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে, আমরা দেখেছি সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রীতিলতা ওয়াদ্দেদার— এই যে শাড়ি পরার ব্যাপারটা, এটাই হচ্ছে মূল। এই বয়সে বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে জিনস, টপ, এটা-ওইটা পরে। কিন্তু সিঁথিকে ধারাবাহিকভাবে কিন্তু শাড়ি পরা দেখেছি। শাড়িটা তার পছন্দের জায়গা, আমারও পছন্দের জায়গা।”
Advertisement
ঘটনার বর্ণনা নিয়ে আসিফ আকবর বলেছিলেন, “আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম, ছেলেটা থাকবে স্টাইলিশ, উরাধুরা, আধুনিক মনমানসিকতার— বাইক চালায়, জিপ চালায়, ধনী পরিবারের ছেলে। কিন্তু সে পছন্দ করে আটপৌরে একটা মেয়েকে। পরিপূর্ণ বাঙালি বলতে যা, তা–ই। সে ক্ষেত্রে মেয়েটা আমার কাছে ফারজানা সিঁথিই উপযুক্ত মনে হয়েছে। সিঁথির মধ্যে যে স্মার্টনেস, সেটা পছন্দ হয়েছে।”