ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ২১ ১৪৩১ :
শীতে শিশুকে সর্দি, কাঁশি ও জ্বর থেকে রক্ষা করার জন্য নিয়ম মেনে গোসল করানো জরুরি। এজন্য শিশুকে গোসল করানোর আগে আপনাকে প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। তাকে যে তোয়ালে দিয়ে মোছাবেন সেটি রোল করে রাখুন। যাতে গরম থাকে। ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। জানালা দিয়ে বাইরের বাতাস প্রবেশ করলে শিশু গোসলের সময় কাঁপতে শুরু করতে পারে এবং নীল হয়ে যেতে পারে। কুসুম গরম পানি, সাবান, স্পঞ্জ, জামা-কাপড়, ময়েশ্চারাইজার হাতের কাছে রেডি করে শিশুকে গোসল করান। দুই, তিন মিনিটের মধ্যে গোসল করানো শেষ করুন।
Advertisement
শিশুকে যে ঘরে গোসল করাবেন, সেই ঘরটি গরম হওয়া জরুরি। ঘরে রুম হিটার থাকলে ঘরের তাপমাত্রা দুই ডিগ্রি বাড়িয়ে দিতে পারেন। আর রুমহিটার না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে ঘরের দরজা, জানালা বন্ধ করে রাখতে হবে। শিশুকে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে। শিশুর গোসলে ৯০ ডিগ্রি থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম পানি ব্যবহার করা সব সময় স্বাস্থ্যকর নাও হতে পারে। সুতরাং পানির তাপমাত্রা ৯০ ডিগ্রির কম থাকা ভালো। শিশুকে বেশি সময় বাথটাবে বসিয়ে রাখবেন না। বেশি সময় ধরে গোসল করালে শিশু কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে এবং তার ত্বক শুষ্ক হয়ে পড়েতে পারে।