ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১৮ ১৪৩১ :
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামের বগাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
Advertisement
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসতঘর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪ পিস ইয়াবা, ১৫,৪৯০ টাকা নগদ অর্থ, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ।আসামিরা হলেন- ওই এলাকার আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮)। এছাড়া আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)।
Advertisement
হোমনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। এ অভিযান শেষ হয় সকাল সাড়ে ৭টায়।
Advertisement
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।
মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫