ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),প্রেস বিজ্ঞপ্তি, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১৪ ১৪৩১ :
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে ঢাকার ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলেন। এর আগে মুরগীটোলা মোড় এবং রায়সাহেব বাজারে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।
Advertisement
রবিবার (২৪ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে জড়ো হয়।
এর মধ্যে ঢাকা কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সিটি কলেজ, গিয়াসউদ্দিন কলেজ, সরকারি তোলারাম কলেজ, ইমপিরিয়াল কলেজ, বোরহানউদ্দিন কলেজ, বিজ্ঞান কলেজ, দনিয়া কলেজ, লালবাগ সরকারি কলেজ, উদয়ন কলেজ, আদমজী, নটরডেম, রাজারবাগ কলেজ, নূর মোহাম্মদ, মুন্সি আব্দুর রউফ কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, গ্রিন লাইন পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, মাহবুবুর রহমান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে অংশ নিয়েছে।
Advertisement
জানা যায়, ডেঙ্গু শক সিনড্রমে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে গত ১৮ নভেম্বর হাসপাতালে মারা যান তিনি। অভিজিৎ এইচএসসি ২৪ এর ব্যাচ শিক্ষার্থী ছিলেন। মৃত শিক্ষার্থী অভিজিৎ এর পিতার নাম নগেন হালদার মাতার নাম মনিমালা।
Advertisement
চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করেন।