ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১১ ১৪৩১ :
ছোট ও বড় পর্দার একজন সুপরিচিত মুখ অভিনেতা ডি এ তায়েব। অসংখ্য টিভি নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। এর পাশাপাশি ডি এ তায়েবের আরও একটি বড় পরিচয় আছে, যা অনেকেরই হয়তো অজানা। তিনি একজন পুলিশ কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর তিনি।
Advertisement
দীর্ঘ ২৫ বছর ধরে এই পেশায় রয়েছেন ডি এ তায়েব। কিন্তু এত ভালো একটি চাকরি অসময়ে ছেড়ে দিতে চলেছেন তিনি। ইতোমধ্যে রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন অভিনেতা। গণমাধ্যমকে এই তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন। কিন্তু হঠাৎ কী এমন হলো যে তিনি এত বড় একটি পদক্ষেপ নিলেন? কীসের অভিমান তার?
Advertisement
ডি এ তায়েব বলেছেন, ‘কারও প্রতি মান অভিমান করে চাকরি ছাড়ছি না। গত মাসে আবেদন জমা দিয়েছি।’ তিনি বলেন, ‘আমি অভিনয়ের জন্য পুলিশের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। অভিনয়ের ক্ষেত্রে আমার ব্যস্ততা আরও বেড়েছে। এ কারণে দুই দিক একসঙ্গে সামাল দিতে পারছি না। নিজেকে অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির করতে চাই। তাই চাকরি ছাড়ছি।’
এই অভিনেতার বক্তব্য থেকে এটা অন্তত পরিষ্কার যে, অভিনয়ের জন্যই তিনি পুলিশের চাকরি ছাড়ছেন। তার রিটায়ারমেন্ট পিটিশন দাখিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।’
Advertisement
দীর্ঘ ২৫ বছরের চাকরি জীবনে চার বার মহা পুলিশ পরিদর্শক পদকে ভূষিত হয়েছেন ডি এ তায়েব। এদিকে, সম্প্রতি শেষ হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি। এই পদে তিনি পেয়েছিলেন ১১২ ভোট। একই প্যানেল থেকে একই পদে নায়ক রিয়াজও হেরেছেন।