ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার ২৫ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১০ ১৪৩১ :
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
Advertisement
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, তা এখনো জানা যায়নি।
তবে, জানা যায়, বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আর কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ। প্রায় দু’ঘণ্টা শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলা সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Advertisement
বুটেক্সের উসমানী হলের শিক্ষার্থী শাফিন বলেন, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংর্ঘষের রূপ নেয়। পরে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের রিকশা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেনাবাহিনীও এসেছে।
Advertisement
আর স্থানীয়রা জানান, তেজগাঁওয়ের বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।