ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর জুরাইন প্রতিনিধি,শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ৭ ১৪৩১ :
রাজধানীর জুরাইন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। ফলে, শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Advertisement
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে এ অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেছেন, জুরাইন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকরা শুক্রবার সকাল ১১টা থেকে রেললাইন দখল করে রেখেছে। এ কারণে আমরা ওই লাইনে ট্রেন চালাতে পারছি না। ঢাকা-পদ্মা সেতু ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
Advertisement
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর চার জায়গায় ছয়-সাত ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। দুপুরে মহাখালীতে রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন। গতকাল সকাল ৯টা থেকে ছয় ঘণ্টা ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
Advertisement
গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে পারেনি।