ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার ২০ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ৫ ১৪৩১ :
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ থামাতে সায়েন্সল্যাব এলাকায় টিয়ারশেল ছোড়ে পুলিশ। বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষই কিছু সময়ের জন্য পিছু হটলেও তারা সেখান থেকে যায়নি এবং এখনও মুখোমুখি অবস্থান করছে।
Advertisement
আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া শুরু করে। পুলিশ বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং ইটপাটকেলও ছোঁড়া হয়। পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
Advertisement
বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে হামলা চালায়। এতে ইটপাটকেল ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এর পর পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে আবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয়, তখন তাদের দিকেও টিয়ারশেল ছোড়ে পুলিশ।
এই পরিস্থিতিতে উভয় পক্ষই পিছু হটে, তবে তারা এখনও একই স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।