বাড্ডায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

SHARE

dusbin_10_21_04_20_8LrTgVqvgrvN71Lp2Di4hH5gPsO5uC_originalঢাকা : রাজধানীর বাড্ডার পোস্ট অফিসের গলির একটি ডাস্টবিন থেকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, প্রথমে স্থানীয়রা নবজাতকটিতে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। নবজাতকটি ছেলে বলে জানা গেছে। কে বা কারা নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে গেলে তা এখনো জানা যায়নি।