গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে মরিয়া বিএনপি নেতাকর্মী (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১ :

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। এরই মধ্যে দু’পক্ষ সংঘর্ষেও জড়িয়েছে।

শনিবার গাজীপুর মহানগরের পূবাইল মাজুখান এলাকায় বেসিক সার্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাদের একাংশ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর কর্মী-সমর্থক বলে জানা গেছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী মরিয়া। শনিবার বিকেলে মাজুখান এলাকার রিদওয়ান পেট্রোল পাম্পের সামনে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ ও মেহেদী হাসান মবিনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে একপক্ষে অংশ নেন পাপ্পুর কর্মী ৩৯ ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনসুর, যুবদলের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন,

Advertisement

 

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব, রুবেল আহমেদ জীবন, ৪০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, জহিরুল ইসলাম বাবু, আজমীন খানসহ অজ্ঞাত ২০-৩০ জন। অন্যপক্ষে ছিলেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান এবং তাঁর সহযোগী মো. সুমন, রাজু শেখ, মো. হাসান, মজনু খানসহ আরও কয়েকজন।

এ সময় মবিনের নেতৃত্বে নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার শিকার যুগান্তরের মহানগর প্রতিনিধি আখতার হোসেন জানান, তখন ৯ জন সংবাদকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে তারা তেড়ে আসে। তারা সংবাদকর্মীদের দুটি গাড়িতে হামলা করে। একটি ক্যামেরা ও নগদ ৩ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।

Advertisement

কারখানার কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে কারখানার ঝুট নিতে আসা লোকজন ব্যবসার ক্ষতি করছে। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীরা দলের কেউ নয়। মবিনকে তিনি চেনেন না।