বগুড়ায় হত্যাকাণ্ড: গ্রেপ্তার মাবিয়াকে নিয়ে নিহতের স্বামীর চাঞ্চল্যকর তথ্য (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়ার দুপচাঁচিয়া প্রতিনিধি,শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১ :

 

স্ত্রীকে হারানোর পরদিনই মাকে হত্যার অভিযোগ মাথায় নিয়ে কারাগারে যেতে হয়েছে ছেলেকে। একদিনের ব্যবধানে এমন দুটি ঘটনায় ভেঙে পড়েন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমান। কোনোভাবেই মানতে পারছিলেন না তার শান্তশিষ্ট ছেলেটি নিজের মাকে হত্যা করতে পারে। বার বার চাচ্ছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন হোক। এজন্য র‌্যাব এবং পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সংস্থাকেই ভাড়াটিয়া মাবিয়া সুলতানার কথাও বলেছিলেন। তবে র‌্যাব মাবিয়ার বিষয়টি আমলে নেয়নি। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাবিয়াসহ তিন জনকে গ্রেপ্তারের পর ঘটনায় নতুন মোড় নেয়।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আজিজুর রহমান।

তিনি বলেন, ‘গত ১১ নভেম্বর স্ত্রী উম্মে সালমার জানাজার পর আমাকে ও ছেলে সাদ আজিজুর রহমানকে র‌্যাব তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর সাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন আমি পাশের কক্ষেই ছিলাম। সাদকে অনেক টর্চার করা হয়। হয়তো এ কারণেই সে মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল।’

মাবিয়ার বিষয়ে আজিজুর রহমান বলেন, ‘মাবিয়া নামের ওই নারী ৪-৫ মাস আগে আমার বাড়ি ভাড়া নেয়। শুরু থেকেই তার আচরণ আমাদের কাছে ভালো লাগেনি। আমার স্ত্রী গত সপ্তাহে বলেছিল, ওকে রাখা যাবে না; বের করে দাও। আমি তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম। সে সময় চেয়েছিল।’

‘এরিমধ্যে, একদিন আমার স্ত্রীর সঙ্গে মাবিয়ার ঝগড়া হয়। সেসময় আমার স্ত্রী তাকে বলেছিল, আপনি চলে যান। আপনার ভাড়া দেওয়া লাগবে না। পরবর্তীতে মাবিয়া আমার স্ত্রীকে জোর করে বের করে দিতে পারবে না বলে হুমকি দেয়।’- যোগ করেন তিনি।

আজিজুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের দুইদিন আগেও আমার স্ত্রী আমাকে বলেছিল, তুমি ওকে বের করে দাও। সে যেকোনো অঘটন ঘটাতে পারে। আমি তাকে বের করে দেওয়ার উদ্যোগও নিয়েছিলাম। কিন্তু, তার আগেই এই ঘটনা ঘটে গেল।’

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ‘মাবিয়াসহ আরও দুই যুবক আমার স্ত্রীকে হত্যা করেছে। প্রথমে মাবিয়া বাসায় ঢুকে, পরে দুই যুবক কক্ষে প্রবেশ করে। সে সময় আমার স্ত্রী তরকারি কাটছিল। তারা প্রথমে আমার স্ত্রীর নাকে স্প্রে করে। এতে সে অজ্ঞান হয়ে যায়। পরে হাত-পা বেঁধে ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।’

Advertisement

আজিজুর রহমান বলেন, ‘ঘটনার পর র‌্যাব তদন্তে এলে মাবিয়ার বিষয়টি বলেছিলাম। কিন্তু তারা আমলে নেয়নি। পরে পুলিশকে জানিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সংস্থাকেই বলেছি, হত্যার আসল রহস্য বেরিয়ে আসুক। এতে যদি আমার ছেলে অপরাধ করেছে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হবে। কিন্তু নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়।’

 

ছেলে সাদের বিষয়ে তিনি বলেন, ‘র‌্যাব যখন সম্মেলন করে জানাল, সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। আমরা খুব অবাক হয়েছি। এ ঘটনায় আমার ছেলের ও আমার ব্যাপক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমার ছেলের মানসিক অবস্থা এখন কী একমাত্র সেই বলতে পারবে। পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সাদের কোনো সম্পৃক্ততা পায়নি।’

র‌্যাবের নিন্দা জানিয়ে আজিজুর রহমান বলেন, ‘রাষ্ট্রের দায়িত্বশীল একটা বাহিনী এমন কাজ করবে কখনো আশা করিনি। এ ঘটনায় আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যাব কিনা এ বিষয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

 

এ বিষয়ে জানতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘উম্মে সালমা হত্যা মামলায় গ্রেপ্তার তিন জনের মধ্যে মোসলেম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাবিয়া সুলতানা এবং সুমন রবিদাস তালুকদার জবানবন্দি না দেওয়ায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।’

Advertisement

 

এর আগে, গত রোববার (১০ নভেম্বর) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামক বাড়ির একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধূর লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন উম্মে সালমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার ছে‌লে সাদ বিন আজিজুর রহমানকে (১৯) গ্রেপ্তার ক‌রে র‌্যাব। পরদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সাংবাদিকদের জানান, তথ্যপ্রযুক্তির সহ‌যো‌গিতায় নিহতের স্বামী আজিজুর রহমান, ছেলে সাদ বিন আজিজুর রহমানসহ আরও একজন‌কে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব অফিসে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাদ তার মা‌কে হত্যার কথা স্বীকার করেছেন।

হত্যার কারণ হি‌সে‌বে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় এবং হাতখরচের টাকার জন্য সাদ তার মা‌কে হত্যা করেছে বলে জান‌তে পেরেছি।

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আজিজুর রহমান। শনিবার বেলা ১১টার দিকে। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)