ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ || অগ্রহায়ণ ১ ১৪৩১ :
ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছেন দুই শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থী। শহরের গুরুত্বপূর্ণ বেশকিছু পয়েন্টে দিনে দু’বেলা ডিউটি করছেন তারা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা।
Advertisement
রাজধানীর ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র জিহাদ। শহরের রাস্তায় এমন গুরু দায়িত্বের অংশ হওয়াটা তার জন্য ভিন্ন এক অভিজ্ঞতাই বটে। একই পয়েন্টে কাজ করছিলেন আরও দুই শিক্ষার্থী।
শাহবাগ মোড়ে উল্টাপথের গাড়ি সোজা পথে ফেরত পাঠাচ্ছিলেন পলিটেকনিকের শিক্ষার্থী লিমা আক্তারসহ চারজন। নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে বেশ তৎপর তারা। এতে অনেকক্ষেত্রেই ইতিবাচক ফল মিলছে। শিক্ষার্থী লিমা আক্তার জানান, প্রথম দিকে কথা না শুনলেও এখন অনেকেই শুনছেন।
গেল ৪ নভেম্বর থেকে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টায় দুই শিফটে সড়কে থাকছেন প্রায় দুশতাধিক শিক্ষার্থী। আর এ কাজে তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে ট্রাফিক বিভাগ। এর ফলে লেখাপড়ার পাশাপাশি দৈনিক ৫শ টাকা হিসেবে পাক্ষিক বা মাসিকভাবে আয় করতে পারবেন ছাত্রছাত্রীরা।
Advertisement
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান বলেন, শারীরিকভাবে এরা ফিট কি না, সেটা আমরা দেখেছি। ট্রাফিক সম্পর্কে বেসিক কিছু ধারনা দিয়ে তাদেরকে মাঠে আনা হয়েছে।
আগামী জুন মাস পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে রাখার পক্ষে ডিএমপি। আর এমন উদ্যোগ নিয়ে মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করেন, একসাথে সব কিছু করা যাবে না, তবে এই ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে।
বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার বিষয়টি রাখা হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে। তবে পেশাদারি হিসেবে এর দায়িত্ব ট্রাফিক পুলিশের হাতে থাকতে হবে।
Advertisement
৫ আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের ইতিবাচক ফলাফল কাজে লাগাতে এ কাজে অন্তত ৬শ শিক্ষার্থীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।