লাপাত্তা স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করা সেই নারী! (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাভারের আশুলিয়া প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১ :

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমের সন্ধান পায়নি পুলিশ। আদালতে হাজির না হওয়ায় তার নামে জারি করা সমন সপ্তাহখানেক আগে মানিকগঞ্জের ঘিওর থানায় পৌঁছেছে বলে জানা গেছে।

Advertisement

বাদী কুলসুম বেগম মামলার এজাহারে তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেছিলেন ঘিওর উপজেলার স্বল্প সিংজুরী গ্রামে। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ওই গ্রামে গিয়ে কুলসুমের বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে।


প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িতে কুলসুম ও তার বাবা-মা বাড়িতে থাকেন না। মাঝেমধ্যে আসেন। সবশেষ ১০ থেকে ১২ দিন আগে কুলসুম বেগম বাড়িতে এসেছিলেন। এই পরিবারের সদস্যরা মূলত আশুলিয়ার জামগড়া এলাকায় থাকেন, যে এলাকা কুলসুম তার বর্তমান ঠিকানা হিসেবে এজাহারে দিয়েছিলেন। যদিও আশুলিয়ার জামগড়া এলাকায় কুলসুমের অস্থায়ী ঠিকানায় গিয়েও তার সন্ধান মেলেনি।

Advertisement

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি এজাহারে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে গত মঙ্গলবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানায় এসে হাজির হন আল আমিন। পরে বুধবার আশুলিয়া থানা পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে রাতে জবানবন্দি গ্রহণের জন্য ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠায়।

Advertisement


মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হোসেন বলেন, মামলায় মৃত দেখানো আল আমিনকে বুধবার সিলেট থেকে উদ্ধারের পর তাকে আদালতে পাঠানো হয়। পরে আল আমিন জীবিত আছেন এই মর্মে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে আল আমিনকে মৃত দেখিয়ে মামলাকারী তার স্ত্রী কুলসুম এখনও পলাতক রয়েছেন।