হোটেল থেকে মদসহ ৮৩ নারী-পুরুষ গ্রেপ্তার (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি, মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১ :

 

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে জাভান আবাসিক হোটেল থেকে বিদেশি মদ, বিয়ারসহ ৮৩ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত টঙ্গীর ওই হোটেলে অভিযান চালানো হয়। এ সময় মিজানুর রহমান মিল্টন নামে একজন পালাতে গিয়ে মারা গেছেন বলে জানা গেছে। পরে হোটেলটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

Advertisement

এ ছাড়া টঙ্গীর কেরানিরটেক বস্তিতেও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালানো হয়েছে। রোববার মধ্যরাত থেকে শুরু করে গতকাল দুপুর পর্যন্ত চলে এ অভিযান। পৃথকভাবে পুরো বস্তি এবং জাভান হোটেল ঘিরে এসব অভিযান শুরু হয়। এ দুই অভিযানে মোট ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

হোটেল থেকে ২৭ নারী ও ৫৬ জন পুরুষ এবং ওই বস্তি থেকে ২০ নারী ও ৫৬ পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেরানিরটেক বস্তির বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, রামদা, চাপাতিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ছাড়া একই রাতে অবৈধ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর জাভান হোটেলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। হোটেলটি থেকে বিদেশি মদ, বিয়ারসহ ৮৩ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে মিজানুর রহমান মিল্টন নামে একজন পালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মিজান গোপালগঞ্জ জেলার আব্দুল মোতালেবের ছেলে বলে জানা গেছে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মিজানুর রহমানের ছেলে মিশেল রহমান খান জানান, ২০১৫ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি সার্জেন্ট পদে ছিলেন। তিনি জাভান হোটেলের মালিক বাদলের খালাতো ভাই। আত্মীয়তার সূত্রে ওই হোটেলে চাকরি করতেন মিজানুর রহমান।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কালবেলাকে বলেন, জাভান হোটেলের ৯ তলা থেকে ভয়ে লাফ দিয়ে মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে জাভান হোটেল ও কেরানিরটেক বস্তি থেকে ১৫৭ জন গ্রেপ্তার হয়েছে। সিলগালা করা হয়েছে জাভান হোটেল।

Advertisement

তিনি জানান, জাভান ও কেরানিরটেক বস্তির ঘটনায় দুটি মামলা করা হয়েছে। আর লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

মদসহ নারী-পুরুষ আটক, জাভান হোটেল সিলগালা