ব্যতিক্রমী কিছু দেখাতে হলে চ্যালেঞ্জ নিতে হবে: হিমি (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), বিনোদন প্রতিনিধি, শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১ :

জান্নাতুল সুমাইয়া হিমি। তারকা অভিনেত্রী ও মডেল। আরটিভিতে আজ রাতে প্রচার হবে তাঁর অভিনীত একক নাটক ‘হাতকড়া’। এ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন সমকালের সঙ্গে।

Advertisement

মোশাররফ করিমের সঙ্গে আগেও অভিনয় করেছেন। সেসব নাটক থেকে ‘হাতকড়া’ কতটা ভিন্ন ধরনের মনে হয়েছে?

রাজিবুল ইসলাম রাজিবের লেখা ‘হাতকড়া’ গল্পটা পড়েই মনে হয়েছে, গৎবাঁধা নাটকের কাহিনী থেকে এটি কিছুটা হলেও আলাদা। নাটকটি দেখলেই দর্শকের কাছে বিষয়টা স্পষ্ট হবে। এখন শুধু এটুকুই বলতে পারি, মোশাররফ করিমের সঙ্গে ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভাইয়ার ঘাড়ে ভূত’, ‘গ্যাংস্টারের বিয়ে’, ‘রঙিলা’সহ আরও যেসব নাটকে অভিনয় করেছি, তাঁর সঙ্গে ‘হাতকড়া’কে কোনোভাবেই মেলানো যাবে না। নির্মাতা মেহেদী রনিরও শুরু থেকে শেষ পর্যন্ত একটাই চেষ্টা ছিল নাটকের গল্প দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা।

অনেকে বলেন, ছোট পর্দায় হিমির নায়ক একজনই– নিলয় আলমগীর। আসলেই কি তাই?
আমিও দর্শক মুখে এমন কথা বহুবার শুনেছি। কিন্তু কথাটা পুরোপুরি সত্যি নয়। গত ১০ বছরে আমি অনেক অভিনেতার বিপরীতেই কাজ করেছি। এই যে আজ ‘হাতকড়া’ নাটকটি প্রচার হবে, সেখানে কিন্তু আমার সহশিল্পী নিলয় নয়, মোশাররফ করিম। আগেও আমরা বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি। এ সময়ের অন্যান্য অভিনেতার বিপরীতেও একাধিক কাজ করার সুযোগ হয়েছে। তবে এটা সত্যি, অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে নিলয় আলমগীরের সঙ্গে। এখন পর্যন্ত ১৪৩টি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি আমরা; যা নিয়ে কেউ কেউ মজা করে বলেন, সর্বাধিক নাটকের জুটি হিসেবে আমাদের নাম গিনেস বুকেও উঠে যেতে পারে। কাছের মানুষই যখন মজা করে এ কথা বলেন, তখন দর্শক মন্তব্য নিয়ে আর কী বলার থাকে।

Advertisement

কখনও কী মনে হয়নি একই অভিনেতার সঙ্গে কাজের সংখ্যা বেড়েই চলেছে, যে কারণে অন্য তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে না? 
নাটকে আমার সহশিল্পী কে থাকবে, সেটা আমি নির্বাচন করার কেউ নই। পরিচালক ও প্রযোজকের ইচ্ছাতেই জুটি গড়ে ওঠে। বেশির ভাগ সময় নির্মাতারা দর্শক পছন্দদের কথা মাথায় রেখে অভিনয় তারকা নির্বাচন করেন। নিলয় আলমগীরের সঙ্গে যেসব নাটক-টেলিছবিতে অভিনয় করেছি, তার বেশির ভাগই দর্শক পছন্দ করেছেন। হয়তো এ কারণেই নির্মাতারা একই জুটিকে বারবার পর্দায় তুলে ধরছেন।

গত দুই বছরে রেকর্ড সংখ্যক নাটকে অভিনয় করেছেন। চরিত্রেও ভিন্নতা চোখে পড়েছে। কাছাকাছি সময়ে এত চরিত্র নিজের মধ্যে ধারণ করে অভিনয় করা চ্যালেঞ্জিং মনে হয়নি?   
প্রতিটি নতুন চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জিং। এটাও সত্যি, ভালো বা ব্যতিক্রমী কিছু করে দেখাতে হলে চ্যালেঞ্জ নিতে হবে। নইলে কখনই পরিণত শিল্পী হয়ে ওঠা যাবে না। তাই আমিও মনে সাহস ধরে রেখে একেকটি চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি। যাদের জীবন, পেশা, ভাবনার জগৎ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, তাদের বিষয়ে কখনও আমার মা, কখনও নির্মাতা নয়তো সহশিল্পীরা সাহস জুগিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

ছোট পর্দায় কাজ তো অনেক হলো, সিনেমা অঙ্গনে পা রাখবেন না? 
অনেক দিন আগে ‘হঠাৎ দেখা’ সিনেমায় অভিনয় করেছিলাম। পরে আরও কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু রাজি হইনি। প্রত্যাশিত কাজের প্রস্তাব না পেলে সিনেমা জগতে পা রাখার মানে হয় না। যদি একসঙ্গে বেশ কিছু ভালো কাজের প্রস্তাব আসে, তাহলে নাটকের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিতেও আপত্তি করব না।

এ মুহূর্তে নতুন কী করছেন?  
আপাতত কোনো কাজ নয়, কয়েক দিন বিশ্রামে থাকতে চাই। একনাগাড়ে অনেক কাজ করে ফেলেছি। ছুটি পাইনি। সর্বশেষ সিঙ্গাপুর গিয়ে টানা আটটি নাটকের কাজ করেছি।

Advertisement

এটা সত্যি যে, পরিশ্রমে আমার ক্লান্তি নেই, তারপরও মানুষ তো। পরিবার, পরিজন, বন্ধু– তাদের জন্যও তো কিছুটা সময় রাখা দরকার। এই বিশ্রাম উদ্দেশ্যটাও কাছের মানুষের জন্য কিছুটা সময় হাতে রাখা।

জান্নাতুল সুমাইয়া হিমি