ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ || কার্তিক ১৫ ১৪৩১ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু সংগীত ইন্ডাস্ট্রির তারকা খ্যাতি কাজে লাগেনি ভোটের মাঠে। নির্বাচনে মাত্র ৪ হাজার ৩৮২ ভোট পেয়েছিলেন তিনি। তারপর যেন অনেকটাই আলোচনার বাইরে চলে যান এ গায়িকা।
Advertisement
সম্প্রতি এই গায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসের জন্য নতুন করে আলোচনায় উঠে এসেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে জানান―৯০ হাজারেরও অধিক ফেসবুক আইডি ব্লক করেছেন।
‘রং চটা জিন্সের প্যান্ট পরা’ খ্যাত গায়িকা লিখেছেন, ‘আমি এই পর্যন্ত ৯০ হাজার ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না, তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টা-পাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন।’
Advertisement
সোশ্যাল মিডিয়ায় এ গায়িকার ভক্ত-শুভাঙ্ক্ষীর সংখ্যা প্রায় ১০ লাখ। আর সেখান থেকেই ৯০ হাজার আইডি ব্লক করে দিয়েছেন তিনি।
এদিকে ফেসবুকে তার এমন স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ তার সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন। আবার কেউ বলছেন, আলোচনায় আসার জন্য মিথ্যা তথ্য শেয়ার করেছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স’র ব্যানারে ডলি সায়ন্তনীর প্রথম একক অ্যালবাম ‘যে যুবক’ প্রকাশ পায়।
Advertisement
দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিত দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা ডলি। এছাড়া সাত শতাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। প্রথম প্লেব্ল্যাক ছিল ‘উত্থানপতন’।
ডলি সায়ন্তনী