https://youtu.be/L6lFerLkE_M?si=FaGT2JRAJzzfQYH1
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার ২৬ অক্টোবর ২০২৪ || কার্তিক ১০ ১৪৩১ :
অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুটি বিমান মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে বিমান দুটি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি বন্য এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। শনিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া
অস্ট্রেলিয়ার পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ওই ধ্বংসস্তূপের কাছে পৌঁছেছে। সিডনি থেকে ৫৫ কিলোমিটর দূরে বাসল্যান্ড এলাকায় বিমান দুটি বিধ্বস্ত হয়। এর মধ্যে একটি বিমানে আগুন ধরে যায়।
Advertisement
নিউ সাউথ ওয়ালস পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক তিমোথি কলম্যান বলেন, সেসনা ১৮২ মডেলের একটি বিমান দুই যাত্রীকে নিয়ে আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। ওই বিমানটিতে একজন আরোহী ছিল। তবে বিমানে আরোহীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Advertisement
তিনি আরও বলেন, কলম্যান এবিসি নিউজকে বলেন, এক কিলোমিটার এলাকা জুড়ে বিমানের ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। তবে কেউ বেঁচে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের ধ্বংসস্তূপ আকাশ থেকে পড়তে দেখেন তারা। পরে তারা সহযোগিতার জন্য এগিয়ে যান।
Advertisement
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।