ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)আন্তর্জাতিক  প্রতিনিধি,শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১ :

ইরানের বিভিন্ন ‘সুনির্দিষ্ট’ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।তবে, হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Advertisement

স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) ভোর ৫টায় এ হামলা শুরু হয়। এ হামলার কঠিন জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর থেকে মাসব্যাপী ইরান সমর্থক গোষ্ঠীগুলোর আক্রমণের জবাবে এ হামলা চালানো হচ্ছে।

Advertisement

ইরানের রেভুলেশনারি গার্ডের ঘনিষ্ঠ একটি সংস্থা জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও দক্ষিণের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরান থেকে সব রুটে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বন্ধই থাকবে।

এদিকে, সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলীয় কিছু সামরিক স্থাপনাতেও হামলা করেছে ইসরায়েল।

Advertisement

অন্যদিকে, ইরানে ইসরায়েলের সামরিক হামলার পরিপ্রেক্ষিতে ইরাকের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন