ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভয়েস অব মেঘনার সৌজন্যে,বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ || কার্তিক ৮ ১৪৩১ :
কুমিল্লার মেঘনা উপজেলায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি’র অস্থায়ী প্রধান কার্যালয়ে মেঘনা উপজেলা মরহুম এম কে আনোয়ার স্মৃতি পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Advertisement
উক্ত আলোচনা সভা চলাকালে সিলিংফ্যান ছিটকে এসে মাথায় পরলে বিএনপির দুই নেতা আহত হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। শারীরিক অবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসলে পুনরায় আলোচনা সভায় যোগ দেন। আহত ব্যক্তিরা হলেন- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও আক্তারুজ্জামান সরকার।
এ সময় ‘এম কে আনোয়ার স্মৃতি পরিষদের মেঘনা উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম এম কে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার কায়জার ও প্রধান বক্তা হিসেবে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
Advertisement
মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক (শাহীন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সী, যুগ্ম-আহ্বায়ক মো. শহিদ উল্লাহ্ সরকার, যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ হাতেম আলী, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহ্বায়ক মো. শাহাব উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল গাফফার, যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ খ্রি. ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ড রোডের নিজ বাসভবনে এম কে আনোয়ার বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।