ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ || কার্তিক ৮ ১৪৩১ :
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ২০টি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের নাহারিয়া ও হাইফার কাছে এবং তেল আবিবের উপকণ্ঠে তিনটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
Advertisement
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ আম ও মার্গালিওটের বসতিতে ইসরায়েলি সৈন্যদের সাতটি সমাবেশ লক্ষ করে রকেট ছুড়েছে।
ইরান-সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ১৩টি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। যার মধ্যে রয়েছে ওদাইসেহ, হাউলা, রামিয়াহ, রাব এল থালাথিন ও তাইবেহ শহরের পাশাপাশি ওদাইসেহ ও রাব এল থালাথিনের মধ্যবর্তী অঞ্চল এবং ব্লাট হাইটস ও মারওয়াহিনের মধ্যবর্তী অঞ্চল।
এছাড়া ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতেও রকেট হামলার চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের তিরাত কারমেল ঘাঁটিতে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি হাইফার উত্তরাঞ্চলের জেভুলুন মিলিটারি ইন্ডাস্ট্রিজ ঘাঁটি এবং তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, তারা উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলের নাহারিয়া শহরে একটি বড় রকেট ছুড়েছে।
Advertisement
তেল আবিব হামলায় কী ধরনের রকেট ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেনি হিজবুল্লাহ।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ভোর থেকে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ১৩০টি রকেট ছোড়া হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ৫৪৬ জন নিহত ও ১১ হাজার ৮৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
Advertisement
ইসরায়েল চলতি বছরের ১ অক্টোবর দক্ষিণ লেবাবনে স্থল হামলা শুরু করে সংঘাত আরও বাড়িয়েছে।