জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তারকাদের পোস্ট (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধিবৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১:

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে দেশের জনপ্রিয় তারকারা ফেসবুকে পোস্ট দিয়ে তাদের অভিমত জানিয়েছেন।

Advertisement

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

Advertisement

তিনি আরও লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘‘দালাল’’ উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

ব্যান্ড তারকা মাকসুদুল হক ফেসবুকে লিখেছেন, ‘নয়া বাংলাদেশে’ একুশে ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখ থাকবে নাকি ওগুলোও ‘বাতিল’?

অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ১৯৭১। লিখে রাখলাম, হার্ডড্রাইভ, সফটওয়্যার বুঝি না। রিসেটে যদি সব ভুলে যাই!’

Advertisement

অভিনেত্রী ও ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘৭ই মার্চ, আমাদের লড়াকু বাংলাদেশের ভিত্তি। একসাথে এগিয়ে যাওয়ার মুক্তিবারতা!’