ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রতিনিধি, বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ || কার্তিক ১ ১৪৩১:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
Advertisement
গ্রেপ্তারকৃতরা হলেন- বদিউজ্জামান ও হালিম। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, বদিউজ্জামানের নামে একটি মাদক মামলা রয়েছে।
Advertisement
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে গ্রেপ্তার দুই ডাকাতকে আদালতে পাঠানো হয়েছে।