ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,বুধবার ১৬ অক্টোবর ২০২৪ || আশ্বিন ৩১ ১৪৩১ :
ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক সারা আরফিন খান। ব্যক্তিগত জীবনে আরফিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
Advertisement
ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। সালমান খান সঞ্চালিত এ শোয়ের ১৮তম সিজনে অংশ নিয়েছেন সারা ও আরফিন খান দম্পতি। এ শোয়ের আরেক প্রতিযোগী করনবীর মেহরা দাবি করেছেন— আরফিন খান জোর করে ধর্মান্তরিত করেছেন সারাকে।
এরপর আরফিন খান এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তার মতে— ‘আমার জন্য ধর্মান্তরিত হতে আমার স্ত্রীকে কখনো জোর করিনি।’ কিন্তু তারপরও এ নিয়ে বিতর্ক থেমে নেই। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী সারা আরফিন খান।
সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সারা আরফিন খান বলেন, ‘সারা পৃথিবীতে আমার অনেক মুসলিম বন্ধু-বান্ধব রয়েছে। ধর্ম নিয়ে আয়োজিত অনেক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি বাইবেল পড়েছি, গীতা পড়েছি, কোরআন পড়েছি। যখন ধর্মের কথা আসে, তখন সঠিক বা ভুল বলে কিছু নেই। শুধু একটা ডাক আছে। আমার হৃদয় যে দিকে যেতে বলেছে, আমি কেবল তাই অনুসরণ করেছি।’
Advertisement
আরফিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ ব্যাখ্যা করে সারা আরফিন খান বলেন, ‘আমি আরফিনকে বিয়ে করব কিনা, তা নিশ্চিত ছিলাম না। কারণ আরফিন মুসলিম আমি হিন্দু। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল।’
সিদ্ধার্থ কান্নানের ডাকে একসঙ্গে হাজির হয়েছিলেন সারা আরফিন খান ও আরফিন খান দম্পতি। সারার কথা শেষ হলে আরফিন খান বলেন, ‘এ বিষয়ে (সারার ধর্মান্তর) সব কৃতিত্ব সারার বাবাকে দেব। অন্য সবকিছুর মতোই এ ক্ষেত্রেও সারাকে তিনি সাপোর্ট করেছেন। আমি তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে জানতাম না। বিষয়টি অনেক পরে জেনেছি। তার পরিবার এ বিষয়ে সমর্থন করেছে। আমার বাবা-মাও কিছু বলেননি।’
২০১০ সালে হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সারা আরফিন খানের। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিআইডি-তে অভিনয় করেছেন সারা। এ পর্যন্ত বলিউডের তিনটি সিনেমায় দেখা গেছে সারাকে।
Advertisement
তথ্যসূত্র: টাইমস নাউ