কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের মধ্যে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামে সিরাজুল ইসলামের ছেলে আবির রহমান (২৫)।
আবির নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। এর আগে তিনি ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাস করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আবিরের বাবা ০৬.০৭.১৬ তারিখে ভাটারা থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, চলতি বছরে মার্চ মাসের ১ তারিখ থেকে তার ছেলে আবির নিখোঁজ রয়েছেন। জিডিতে তাদের বাসার ঠিকানা দেওয়া হয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার রোড নং ৪, হাউস ৫১/এ।
বৃহস্পতিবার (০৭ জুলাই) কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এতে পুলিশের দুই সদস্য, একজন নারী ও এক হামলাকারী নিহত হন।
শুক্রবার (১ জুলাই) গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীদের মধ্যে অন্যতম নিব্রাসও নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।