মেঘনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিন্দু বাংলা টিভি ডটকম সৌজন্যে,রোববার ১৩ অক্টোবর ২০২৪ || আশ্বিন ২৮ ১৪৩১ :

 

মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন কর্তৃক চন্দনপুর ইউনিয়নের তুলাতলী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহানবী (স.) এর সিরাত আলোচনা ও

চন্দনপুর ইউনিয়নের সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও খাবারের আয়োজন করা হয়।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মুহিনের সঞ্চালনায়, সভাপতি রাইয়ান জহির এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন- পিএসসি,বিএন(অবঃ), অধ্যাপক ড. মোহাম্মদ আলী, প্রফেসর মো. আমির হোসেন, অধ্যক্ষ মো. রেজাউল করিম, প্রেসিডিয়াম সদস্য সাকিব মিয়াজি, মহসিন কবির, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিলন, কার্যকরী সদস্য আনিছুর রহমান প্রমুখ।

Advertisement

সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র এবং বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের অতিথিবৃন্দ।

প্রতিযোগিতা শেষে চন্দনপুর ইউনিয়নের সকল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করেন মানব কল্যাণে নিবেদিত মেঘনা উপজেলার সবচেয়ে বড় এই সংগঠনটি।

Advertisement

সংগঠন কর্তৃপক্ষ মেঘনার মানুষের কল্যাণে নিজেদের যুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।