‘ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে’

SHARE

khaledakeসিলেট: জাতীয় ঐক্যের জন্য খালেদাকে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আবুল মাল আব্দুল মুহিত বলেন তিনি বলেন, ‘জামায়াত জাতির শত্রু’ এদের সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রশ্নই ওঠে না’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) এতোদিন পরে ঐক্যের কথা বলে ভালো কাজ করেছেন। তবে ঐক্যের জন্য অবশ্যই জামায়াতকে ছাড়তে হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের নামাজে এক কাতারে দাঁড়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ সকল স্তরের মুসল্লিরা।