‘মাঝরাতের গুজব’ নিয়ে উপদেষ্টা আসিফের হাস্যরস (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার   ০৯ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৪ ১৪৩১ :

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে মঙ্গলবার রাতে গুজব উঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পরিবর্তন করতে চান প্রধান উপদেষ্টা ড. ইউনুস। সেনাপ্রধান সে বিষয়ে জেনে যাওয়ায় রাষ্ট্রীয় ভবন যমুনায় ড.ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনূসকে ঘিরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ইউনূসের সময় ঘনিয়ে এসছে। তাকে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ।

Advertisement

প্রবাসী আইনজীবী মুফাসসিল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস এবং ভিডিও বার্তার এ ধরণের পোস্ট দিলে তা খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। তার পোস্টে কোন সোর্স উল্লেখ না করে তিনি বলেন, ‘আমি কখনও ভিত্তিহীন পোস্ট দেই না।’ এর পরেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পরে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

Advertisement

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারবিরোধী এমন গুজব নিয়ে হাস্যরস করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কাফি নামের একজন লিখেছেন, ‘ধরলাম ডক্টর ইউনুস পালিয়ে গেছে, মেনে নিলাম শিশু উপদেষ্টারা লুকিয়ে গেছে, তাদের কথা সব মেনে নিলাম। কিন্তু তাই বলে কি তাদের মা তাদের জান্নাতি আপা পবিত্র মানুষ হাসিনা ক্ষমতা ফিরে পেয়েছে! লাউড এন্ড ক্লিয়ার মানুষ মরনশীল ডক্টর ইউনুস এবং তাদের উপদেষ্টারা মরে গেলেও তারা ক্ষমতায় আসতে পারবে না। আসার সম্ভবনা ছিল কিন্তু এখন তো পাশের দেশ থেকেও দূরে চলে গেলো আপা। সুন্দর শান্তির রুলসের বাংলাদেশ চাই।

এম এ আহমেদ আজাদ লিখেছেন, ‘গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতংক সৃষ্টি করা যায়, কিন্তু পরবর্তীতে এরাই নিন্দিত হয়।

গোলাম মোস্তফা লিখেছেন, ‘ভাই আপনারা গুজবে কান না দিয়ে আপনাদের মতো আপনারা কাজ করে যান। আপনাদের প্রতি আমাদের অটল বিশ্বাস আছে, আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল।

Advertisement

এদিকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান মঙ্গলবার মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে ছড়িয়ে পরা গুজবের বিষয়ে লিখেছেন, ‘ভোক্সদ আর প্রোপাগান্ডু গো যন্ত্রণায় নিজের পয়দা দিবসেও বারে বইস্যা শান্তি নাই। ড.ইউনূস আজকে রাত ১১.১৫ এর মধ্যে ঘুমাইতে গেছেন। সেনাপ্রধান ঘুমাইছেন রাত ১১.০০টার একটু পরে। ওয়াকার সাহেব ইউনূস সাহেব’কে যথেষ্ট সম্মান করেন এবং দুইজনের মধ্যে টিনএজারদের মতো জোটবদ্ধ হইয়া ঝগড়া লাগার মতো কোন ঘটনাই ঘটে নাই। হুদাই কিছু ভোন্দা খাসী গুজব ছড়ায় ধ্যুৎ বেডা।