আলাউদ্দিন টাওয়ারে দগ্ধ মাইশার মৃত্যু

SHARE

alauddinঢাকা: রাজধানীর উত্তরা আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাইশা (১০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার বাবা মাহমুদুল হাসানও কয়েকদিন আগে ঢামেকে মারা যান। মাইশার ভাই মুনতাকিন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (০৮ জুলাই) সকাল ৯টার দিকে টানা প্রায় ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাইশার মৃত্যু হয়। আইসিইউর চিকিৎসক ডা. ওয়াজেদ মুরর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির শরীরে গুরুতর বার্ন ছিল, সে আজ সকালে মারা গেছে।

গত ২৪ জুন রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় সেখানে আগুন লেগে আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন। যাদের দুইজনই মারা গেছেন।