ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার ০২ অক্টোবর ২০২৪ || আশ্বিন ১৭ ১৪৩১ :
চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধপথে ভারতে পাচার হওয়া তরুণীর খোঁজ মিলেছে। গত (২৯ মে) এক বান্ধবীসহ তাকে ভারতে পাচার করা হয়।
Advertisement
জানা যায়, চার মাস ধরে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের রাঁচির সেইফ হোমে বন্দি আছেন ওই তরুণী। রবি মিশ্র নামে দেশটির এক আইনজীবীর মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়।
ভুক্তভোগী তরুণী বলেন, আমাকে কাজের কথা বলে কয়েকজন মিলে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি দেশে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমি আমার মায়ের কাছে যেতে চাই। ৪ মাস পর্যন্ত আমাকে বাড়িতে একটু ফোন করেও কথা বলতে দেয়নি।
Advertisement
তরুণীর মা-বাবা বলেন, পাচারকারীরা যেন সাজা পায়। আর কোনো মা-বোন আমাদের মতো এমন কষ্ট না পায়। মেয়েটাকে যেভাবে হোক দ্রুত দেশে নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
এ বিষয়ে ভারতীয় আইনজীবী রবি মিশ্র বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে মেয়েটিকে মুক্ত করে ফেরানো যাবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, আমরা ইন্ডিয়ান এম্বাসিকে এ ব্যাপারে জানাবো। যাতে ভুক্তভোগী তরুণী আমাদের দেশে ফেরত আসতে পারেন।
Advertisement
ভারত থেকে ফেরা তরুণী দিলেন ‘পাচার চক্রের’ সন্ধান, গ্রেপ্তার ১
উল্লেখ্য, নগরীর বায়েজিদ এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন এই তরুণী। চাকরির প্রলোভন দেখিয়ে গত ২৯ মে এক বান্ধবীসহ তাকে অবৈধপথে ভারতে পাচার করা হয়। সেখান থেকে কয়েকদিনের মধ্যে বান্ধবী পালিয়ে আসতে পারলেও নিখোঁজ ছিলেন এই তরুণী। পরে পালিয়ে আসা তরুণীর তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
মোটা মাইনের ভালো চাকরির কথা বলে ভারতে নারী পাচার করা একটি চক্রের খোঁজ পাওয়ার খবর দিয়েছে চট্টগ্রামের পুলিশ, যারা সম্প্রতি পাচার হওয়া এক তরুণীর কাছ থেকে এমন অভিযোগ পেয়েছিল।
নগরীর বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় সিনহা বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তরুণীর মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িত মো. তারেক (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ চক্রের সঙ্গে নারীসহ দুই দেশের বেশ কয়েকজন দালাল জড়িত বলে জানতে পেরেছে বায়েজিদ