সরকার মাঝে মাঝে অসহায় ও বিপর্যয় বোধ করছে: তারেক (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি , রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ :

অন্তর্বর্তী সরকার মাঝে মাঝে অসহায় ও বিপর্যয় বোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর অবসান না হলে এদের বেড়াজালে আবদ্ধ ছোট ছোট বিপর্যয় এক সময় নিজেদের সামনে দেখতে পাবে। তখন প্রতিকারের পথও সংকীর্ণ হয়ে যাবে।

Advertisement

শনিবার ঝিনাইদহে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য করে তারেক বলেন, নিরাপত্তা ও জনগণের সুবিধা, সবই দিতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সরকার।

তিনি বলেন, স্বৈরাচার পতনে মহাবিপ্লব ও জনগণের সফলতা এবং স্বাধীনতা এনেছে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। আমরা যদি ১৭ বছর ধরে আন্দোলন, গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা ও রাজনৈতিক কর্মীর অবদান মূল্যায়ন না করি, তাহলে ইতিহাস ক্ষমা করবে না।

Advertisement

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সেই দিন সফল হবে, যেদিন রাজনৈতিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে।

Jhenaidah

৩০ মিনিটের বক্তৃতায় তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলায় বিভিন্ন আন্দোলনে দুলাল মিয়া, পলাশসহ বহু মানুষ আমরা হারিয়েছি। গত পাঁচ আগস্ট স্বৈরাচারকে বিদায় দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়েছে। মানুষ এখন মুক্ত, স্বাধীনভাবে সব জনসভাসহ মত প্রকাশ করতে পাচ্ছে। তার প্রমাণ আজকের বিএনপির জনসভা।

Advertisement

জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

দীর্ঘ ১৬ বছর পর এই প্রথম জেলা শহরে এতো বড় আয়োজনে সমাবেশ করলো বিএনপি।