ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ :
ভারতের সঙ্গে আগের শীতল সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
তার ভাষ্য, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তিনি আরো বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মাটিতে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীর জায়গা হবে না।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব জানিয়েছেন, ওই বৈঠক অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই দুই পক্ষের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিলো। এবার আমাদের অফিসে ভারতীয় হাইকমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে। বরফ গলতে শুরু করেছে।
ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তা উন্নত হয়েছে। অবশ্যই, এটি ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট। তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে, ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না। যদিও অতীতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘটনা রয়েছে।